يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْٓا اِنْ جَاۤءَكُمْ فَاسِقٌۢ بِنَبَاٍ فَتَبَيَّنُوْٓا
হে ঈমানদারগণ! যখন তোমাদের নিকট কোন ফাসিক খবর নিয়ে আসে তখন তা যাচাই করো।
হুজুরাত: ০৬।
আহলে
তাহকিক
আহলে তাহকিক এর কিছু বিশেষত্ব রয়েছে যা প্রসিদ্ধ অ্যাপসগুলোতে নেই। যেমন: মাকতাবাতুশ শামিলাহ, জাওয়ামিউল কালিম, হাদিস ট্রান্সমিটার, বাংলা হাদিস বিডি। বিশেষত্বগুলো নিম্নে তুলনা করা হলো:
বিশেষত্ব | আহলে তাহকিক | অন্যান্য | |
---|---|---|---|
01 | বাংলা ভাষায় তথ্য। | ||
02 | কোন বিষয়ের উপর হাদিস ও ক্বওল একত্র। | ||
03 | প্রত্যেক হাদিস সম্পর্কে সকল পক্ষের মতামত উল্লেখসহ বিস্তারিত বিশ্লেষন পূর্বক হুকুম প্রদান। | ||
04 | রাবী সম্পর্কে উলামাদের হুকুম রেফারেন্স সহ একত্রে পাওয়া ও বিশ্লেষণ পূর্বক হুকুম প্রদান। | ||
05 | রাবীর উপর আরোপিত প্রত্যেক জারাহ ও তাদিলের সনদের উপর হুকুম। | ||
06 | পাঠকের তথ্য সংযোজন ও সংশোধনের জন্য রিপোর্ট করা, প্রশ্ন ও তাহকিক চেয়ে আবেদন করতে পারা। | ||
07 | তথ্য সমূহ আলেমগণ দ্বারা যাচাই, পুন:নীরিক্ষণ ও নিয়ন্তনাধীন থাকা। |
আহলে তাহকিক কি?
আহলে তাহকিক একটি সংস্থা। যা শারঈ তথ্য যাচাই করে থাকে।
আহলে তাহকিকের উদ্দেশ্য কি?
শারঈ তথ্যের শুদ্ধতা ও অশুদ্ধতা নিরূপণ, অজ্ঞতা ও সন্দেহ দূরীকরণ এবং তা উলামা ও সাধারণদের মাঝে সহজবোধ্য ও সহজলভ্য করে তোলা।
আহলে তাহকিকের বিশেষত্ব কি?
আহলে তাহকিক নিখুঁত ও সূক্ষ্মতর ভাবে যাচাই করার চেষ্টা করে ও বিষয়ের সাথে সংশ্লিষ্ট সকল তথ্য একত্রিত করে।
আহলে তাহকিক তথ্য যাচাই প্রক্রিয়াতে কোন পদ্ধতি অনুসরণ করে?
আহলে সুন্নাহ ওয়াল জামআত এর পদ্ধতি অনুসরণ করে থাকে।